যুক্তরাষ্ট্র ৬৬টি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে নাম প্রত্যাহার করবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, জলবায়ু পরিবর্তন, শান্তি ও গণতন্ত্রসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার ৬৬টি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়া হবে। হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল মেমোরেন্ডামে তিনি জানিয়েছেন, ‘যে সংস্থা, সম্মেলন ও চুক্তি যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী’ তা যাচাই করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তালিকায় উল্লেখযোগ্য সংস্থার মধ্যে রয়েছে—আইপিসিসি, আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী সহায়তা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা। এছাড়া জাতিসংঘের ৩১টি অঙ্গপ্রতিষ্ঠান থেকেও যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করা হচ্ছে, যেমন—ইউএনএফসিসিসি, ইউএনএফপিএ ও জাতিসংঘের গণতন্ত্র তহবিল।
ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে পারে, বিশেষ করে জলবায়ু, স্বাস্থ্য ও মানবাধিকার সংক্রান্ত বিষয়ে। এর আগে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, প্যারিস জলবায়ু চুক্তি এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে দেশকে সরিয়ে নিয়েছেন।



