Logo
Logo
×

আন্তর্জাতিক

মোদি ও মাখোঁ দুজনই আমার কাছে নতিস্বীকার করেছেন: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম

মোদি ও মাখোঁ দুজনই আমার কাছে নতিস্বীকার করেছেন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ দুজনই তাঁর কাছে নতিস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির আইনপ্রণেতাদের এক সম্মেলনে ট্রাম্প বলেন, মোদি তাঁকে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন এবং ফ্রান্সের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকি প্রয়োগ করে প্রেসক্রাইবড ওষুধের দাম কয়েক গুণ বাড়াতে বাধ্য হয়েছেন।

ট্রাম্প জানান, রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর যুক্তরাষ্ট্র যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে, তাতে মোদি সন্তুষ্ট নন। তবে এই চাপের কারণে রাশিয়ার তেল আমদানি কমেছে এবং ভারতের পক্ষ থেকে ৬৮টি অ্যাপাচে হেলিকপ্টার কেনার অর্ডার দিয়েছে।

ফ্রান্সকে নিয়ে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র বহু দশক ধরে বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থায় ভর্তুকি দিয়ে আসলেও আমেরিকান ভোক্তারা ফরাসিদের তুলনায় অনেক বেশি দামে ওষুধ কিনছে। এই বৈষম্য দূর করতে ট্রাম্প ‘মোস্ট ফেভার্ড নেশন’ নীতি কার্যকর করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন