Logo
Logo
×

আন্তর্জাতিক

আফগানিস্তানে ভূমিকম্পে কাঁপল হিন্দু কুশ অঞ্চল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম

আফগানিস্তানে ভূমিকম্পে কাঁপল হিন্দু কুশ অঞ্চল

আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে মঙ্গলবার ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি স্থানীয় সময় বিকেল ৬টা ৫ মিনিটে আঘাত হানলে এলাকা কেঁপে ওঠে।

ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিজমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৭০ কিলোমিটার গভীরে, ৩৪.৯১০ উত্তর অক্ষাংশ ও ৭০.৮১০ পূর্ব দ্রাঘিমাংশে।

প্রধান কম্পিত এলাকা হিসেবে জালালাবাদ শহরকে চিহ্নিত করা হয়েছে, যা ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৬৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে অবস্থিত। শহরের জনসংখ্যা প্রায় ২ লাখ। এছাড়া আসাদাবাদ শহরও প্রভাবিত হয়েছে, যা উৎপত্তিস্থল থেকে ৩১ কিলোমিটার পশ্চিমে এবং জনসংখ্যা প্রায় ৪৮,৪০০।

বর্তমানে ভূমিকম্পে কোনো প্রাণহানির বা ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভূমিকম্পটি হিন্দু কুশ অঞ্চলের সাধারণ ভূ-প্রকৃতির কারণে বিশেষভাবে অনুভূত হয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিন্দু কুশ অঞ্চলে প্রাকৃতিকভাবে ভূমিকম্প প্রবণতা বেশি, তাই স্থানীয় জনগণকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন