নেপালে সাম্প্রদায়িক উত্তেজনা, ভারত-নেপাল সীমান্ত বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের সীমান্তঘেঁষা নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মসজিদে ভাঙচুরের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠায় দেশটিতে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। সহিংসতার জেরে প্রতিবেশী ভারত নেপালের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মসজিদে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেপালের পারসা জেলার বীরগঞ্জে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। মুহূর্তেই বিক্ষোভ সহিংস আকার ধারণ করলে শহরে কারফিউ জারি করা হয়। এ অবস্থায় জরুরি পরিষেবা ছাড়া সীমান্ত পারাপার পুরোপুরি বন্ধ করে দিয়েছে ভারত।
ধানুশা জেলার কামালা পৌরসভায় দুই মুসলিম ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননাকর মন্তব্যসহ একটি ভিডিও পোস্ট করলে তা সাম্প্রদায়িক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। এর কিছুক্ষণ পরই একটি মসজিদে ভাঙচুরের ঘটনা ঘটে, যা উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।
বিক্ষোভ চলাকালে হিন্দু সংগঠনগুলো অভিযোগ করে, তাদের দেবদেবীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ ও থানায় ভাঙচুর চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
ভারত-নেপাল সীমান্তে সশস্ত্র সীমা বল (এসএসবি) পূর্ণাঙ্গভাবে সীমান্ত বন্ধ করে দিয়েছে। মৈত্রী সেতুসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং সীমান্তে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।
এদিকে নেপালে কর্মরত বহু ভারতীয় শ্রমিক দেশে ফিরতে শুরু করেছেন। সীমান্ত পার হওয়ার চেষ্টা করা এক ভারতীয় নাগরিক জানান, বীরগঞ্জে সব দোকানপাট ও বাজার বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কাজে ফিরবেন, তবে এখন সেখানে থাকার কোনো অর্থ নেই।
সূত্র: এনডিটিভি



