Logo
Logo
×

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন ভর্তুকির ইঙ্গিত ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১২:২৬ পিএম

ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন ভর্তুকির ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলাকে ‘ঠিকঠাক’ করতে দেশটির জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন তেল কোম্পানিগুলোর উদ্যোগে যুক্তরাষ্ট্র ভর্তুকি দিতে পারে। গতকাল সোমবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার হিসাব অনুযায়ী এই প্রকল্প শেষ হতে ১৮ মাসেরও কম সময় লাগতে পারে।

ট্রাম্পের এসব মন্তব্য ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তারের কয়েক দিনের মধ্যেই তিনি এ বক্তব্য দেন এবং পুরো উদ্যোগটিকে ব্যাপক সমর্থনপ্রাপ্ত বলেও দাবি করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী ৩০ দিনের মধ্যে ভেনেজুয়েলায় কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। তার ভাষায়, যুক্তরাষ্ট্র দেশটিকে ‘ঠিকঠাক’ করতে সহায়তা না করা পর্যন্ত ভেনেজুয়েলাবাসীর ভোট দেওয়ার কোনো বাস্তব সুযোগ নেই। তিনি আরও বলেন, দেশটিকে আবার ‘স্বাভাবিক অবস্থায়’ ফিরিয়ে আনতে একটি নির্দিষ্ট সময় প্রয়োজন।

মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিউইয়র্কে মাদক-সন্ত্রাসবাদ ও মাদক পাচারসহ বিভিন্ন ফেডারেল অভিযোগে অভিযুক্ত হয়ে আদালতে হাজির হওয়ার কয়েক ঘণ্টা পরই এনবিসির কাছে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পরিকল্পনার কথা তুলে ধরেন ট্রাম্প। যদিও আদালতে মাদুরো দম্পতি সব অভিযোগ অস্বীকার করেছেন।

ট্রাম্প জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে নেই। তবে তিনি সতর্ক করে দেন, সোমবার মাদুরোর উত্তরসূরি হিসেবে শপথ নেওয়া ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ যদি যুক্তরাষ্ট্রের দাবির সঙ্গে সহযোগিতা না করেন, তাহলে দ্বিতীয় একটি সামরিক অভিযান হতে পারে।

তিনি জানান, রদ্রিগুয়েজের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকবে নাকি প্রত্যাহার করা হবে, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে ট্রাম্প বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্প্যানিশ ভাষায় রদ্রিগুয়েজের সঙ্গে কথা বলছেন এবং তাদের সম্পর্ক ‘খুবই শক্তিশালী’।

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা তদারকিতে মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, হোয়াইট হাউসের উপপ্রধান স্টাফ স্টিফেন মিলার এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও জানান ট্রাম্প। তিনি আরও বলেন, যেসব তেল কোম্পানি এসব প্রকল্পে বিনিয়োগ করবে, তারা পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অথবা উৎপাদিত আয়ের মাধ্যমে অর্থ ফেরত পাবে।

হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স অ্যাক্সিওসকে বলেন, মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় বড় বিনিয়োগে প্রস্তুত ও আগ্রহী। এতে দেশটির তেল অবকাঠামো পুনর্গঠিত হবে, যা ‘অবৈধ মাদুরো সরকার ধ্বংস করে দিয়েছে’।

সামরিক অভিযানের ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন এড়িয়ে যাওয়া নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দল থেকেই সমালোচনা উঠলেও ট্রাম্প এতে অনুতপ্ত নন বলেই মন্তব্য করেন। তিনি বলেন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন—মাগা এটা ভালোবাসে। মাগা আমি যা করি সবই ভালোবাসে। মাগা মানেই আমি।

ট্রাম্প আরও দাবি করেন, কংগ্রেস যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সম্পর্কে অবগত ছিল। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে তিনি রাজি হননি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন