Logo
Logo
×

আন্তর্জাতিক

নিউইয়র্কের আদালতে মাদুরোর প্রথম হাজিরা, নিজেকে ‘অপহৃত প্রেসিডেন্ট’ দাবি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম

নিউইয়র্কের আদালতে মাদুরোর প্রথম হাজিরা, নিজেকে ‘অপহৃত প্রেসিডেন্ট’ দাবি

আটকের পর প্রথমবারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গতকাল আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক সন্ত্রাসে জড়িত থাকা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের আদালতে শুনানির শুরুতেই মাদুরো অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নির্দোষ, আমি দোষী নই। আমি একজন ভদ্র মানুষ এবং এখনো আমার দেশের প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি দাবি করেন, তাকে নিজ দেশ থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে।

গত শনিবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিশেষ ইউনিট ডেল্টা ফোর্স ভেনেজুয়েলা থেকে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে আসে। মাদুরোর স্ত্রীও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

মাদুরোর পক্ষে নিযুক্ত আইনজীবী আদালতকে জানান, তার মক্কেল আপাতত জামিন চাইছেন না, তবে ভবিষ্যতে জামিন আবেদন করা হতে পারে। আদালত মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আগামী ১৭ মার্চ।

বিবিসির খবরে বলা হয়েছে, শুনানি চলাকালে আদালতের ভেতর এক ব্যক্তি স্প্যানিশ ভাষায় চিৎকার করে মাদুরোকে উদ্দেশ করে বলেন, আপনি যা করেছেন তার জন্য মূল্য দিতে হবে।” জবাবে মাদুরো স্প্যানিশ ভাষায় বলেন, আমি একজন অপহৃত প্রেসিডেন্ট, যুদ্ধবন্দি।

এরপর তাকে আদালত কক্ষ থেকে বের করে নেওয়া হয়। পরে বিচারকের অনুমতিতে আদালতের পোডিয়ামে তোলা হয় তার স্ত্রীকে। সে সময় উপস্থিত এক ব্যক্তি কান্নায় ভেঙে পড়লে বিচারক তাকে আদালত কক্ষ ত্যাগের নির্দেশ দেন।

সূত্র: বিবিসি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন