Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরান-লেবানন-ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম

ইরান-লেবানন-ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

ছবি : সংগৃহীত

ইরান, লেবানন এবং ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে একযোগে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে তেল আবিব। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়া’য়াল জামির চার বছর মেয়াদি একটি পরিকল্পনা নিয়েছেন। এর অংশ হিসেবে যুগপৎ যুদ্ধের প্রস্তুতি অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিকল্পনায় স্যাটেলাইটে হামলা এবং মহাকাশ থেকে ভূপৃষ্ঠে আঘাত হানার সক্ষমতাও রাখা হয়েছে।

চ্যানেল ১২ জানিয়েছে, তিন ফ্রন্টের মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে ইরানকে। আশঙ্কা করা হচ্ছে, মূল্যস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভ থেকে জনগণের মনোযোগ সরাতে দেশটি ইসরায়েলে হামলা চালাতে পারে। এ কারণে ইসরায়েল সরকার দাপ্তরিকভাবে ইরানের বিক্ষোভ নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকলেও গোয়েন্দা সংস্থা মোসাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে। এমনকি মোসাদ দাবি করেছে, ইরানে বিক্ষোভ সংগঠিত করতে তাদের ভূমিকা ছিল।

গত ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে ইরানের ইসলামি সরকার চরম সংকটে পড়েছে। এতে কয়েকজন নিহত ও আহত হয়েছেন। অনেক বিক্ষোভকারী সরকারের পতন এবং রাজতন্ত্র পুনর্বহালের দাবি তুলেছেন। উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরানে রাজতন্ত্রের পতন ঘটে এবং ইসলামপন্থি সরকার ক্ষমতায় আসে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে হুমকি দিয়ে বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করা হলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালাবে। তিনি জানান, এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সূত্র: আরটি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন