Logo
Logo
×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় মার্কেটে সন্ত্রাসী হামলা, নিহত অন্তত ৩০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

নাইজেরিয়ায় মার্কেটে সন্ত্রাসী হামলা, নিহত অন্তত ৩০

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারে একটি ব্যস্ত মার্কেটে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। হামলাকারীরা নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি বাজারের বিভিন্ন দোকানে লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়েছে।

রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে নাইজার রাজ্যের ডেমো গ্রামের কাসুয়ান দাকি মার্কেটে এ হামলা ঘটে। নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন জানান, মোটরসাইকেলে করে আসা একদল সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ বাজারে ঢুকে গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই অন্তত ৩০ জন প্রাণ হারান এবং আরও অনেকে আহত হন। এ সময় বেশ কয়েকটি দোকানে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়।

স্থানীয়দের কাছে এসব সন্ত্রাসী ‘ডাকাত’ নামে পরিচিত। রয়টার্সকে আবিওদুন জানান, হত্যাকাণ্ড, লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি সন্ত্রাসীরা কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে। অপহৃতদের উদ্ধারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

হামলায় আহত দাউদা সাকুল্লে নামে এক ব্যক্তি রয়টার্সকে বলেন, সন্ত্রাসীরা নারী ও শিশুদেরও রেহাই দেয়নি। হামলার সময় মার্কেটে কোনো নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল না। তিনি জানান, ঘটনার পর স্থানীয়রা এখনো বাজার এলাকায় লাশ খুঁজছেন।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অপহৃতদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রশাসনকে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা, বিশেষ করে বন ও জঙ্গলঘেঁষা অঞ্চলে কঠোর নিরাপত্তা অভিযান জোরদারের নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই হামলার প্রায় এক মাস আগে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে বন্দুকের মুখে প্রায় ৩০০ শিক্ষার্থীকে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। সেই শিক্ষার্থীদের সবাইকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

সূত্র : রয়টার্স

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন