ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার (২৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। পরদিন সোমবার (২৯ ডিসেম্বর) ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে বলে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন।
চলতি বছরে এটি হবে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর পঞ্চম বৈঠক। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক মধ্যস্থতাকারীরা যখন চাপ দিচ্ছে, তখনই এই বৈঠক হচ্ছে।
ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে ইরান, গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে পরিস্থিতি এবং ইসরায়েল-সিরিয়া নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে এখনো অগ্রগতি ধীর। উভয় পক্ষই চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে, যা নিয়ে মধ্যস্থতাকারীরা উদ্বিগ্ন।
মার্কিন কর্মকর্তাদের মতে, এই বৈঠক গাজা চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



