Logo
Logo
×

আন্তর্জাতিক

আর্জেন্টিনায় ভূপৃষ্ঠের ব্যাপক গভীরে আঘাত হানল ভূমিকম্প

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ পিএম

আর্জেন্টিনায় ভূপৃষ্ঠের ব্যাপক গভীরে আঘাত হানল ভূমিকম্প

আর্জেন্টিনার সান্তিয়াগো দেল এস্তেরো প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটি ঘটে শনিবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে।

ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সান্তিয়াগো দেল এস্তেরো শহর থেকে প্রায় ১২১ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং আনাতুয়া শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। কম্পনের গভীরতা ছিল প্রায় ৫৮৮ কিলোমিটার, যা এটিকে একটি গভীর উৎসের ভূমিকম্প হিসেবে চিহ্নিত করে।

প্রাথমিকভাবে ভূমিকম্পে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে কম্পনের তীব্রতা আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছে বলে স্থানীয়ভাবে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে বিস্তারিত বা আপডেট তথ্য জানাবে বলছে ইএমএসসি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন