Logo
Logo
×

আন্তর্জাতিক

ভেনেজুয়েলা ইস্যুতে মাদুরোকে ক্ষমতা ছাড়ার হুঁশিয়ারি ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ এএম

ভেনেজুয়েলা ইস্যুতে মাদুরোকে ক্ষমতা ছাড়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এখনই পদত্যাগ করাই মাদুরোর জন্য সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত, অন্যথায় কঠিন পরিণতি ভোগ করতে হবে।

সোমবার ফ্লোরিডার মার-এ-লাগোতে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা যদি পরিস্থিতি মোকাবিলায় শক্ত পদক্ষেপ নিতে চায়, তবে সেটি হবে বড় ভুল।

এরই মধ্যে মার্কিন কোস্টগার্ড ভেনেজুয়েলার তেল খাতকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। প্রায় ৪০ লাখ ব্যারেল তেলবাহী তিনটি ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানিয়েছেন, এসব তেল আর ফেরত দেওয়া হবে না; চাইলে যুক্তরাষ্ট্র তা মজুত রাখতে বা বিক্রি করতে পারে। তার দাবি, নিষেধাজ্ঞা এড়াতে এসব জাহাজ ব্যবহার করছিল ভেনেজুয়েলা।

ভেনেজুয়েলা এ পদক্ষেপকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ আখ্যা দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। প্রেসিডেন্ট মাদুরো ট্রাম্পকে নিজের দেশের সমস্যা নিয়ে ব্যস্ত থাকার পরামর্শ দেন। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘকে সতর্ক করে বলেছেন, এ অবরোধ বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে।

এ পরিস্থিতিতে মাদুরো সরকারের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রের আচরণের নিন্দা করেছেন। চীনও এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে এবং ভেনেজুয়েলার স্বাধীন বাণিজ্যের অধিকার রয়েছে বলে জানিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, রাশিয়া ও চীনের অবস্থানকে তারা গুরুত্ব দিচ্ছে না। তার মতে, ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকায় রাশিয়ার পক্ষে ভেনেজুয়েলা ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখা কঠিন।

এ উত্তেজনা নিয়ে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হওয়ার কথা রয়েছে। পরিস্থিতি ঘিরে লাতিন আমেরিকায় নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন