ছবি : সংগৃহীত
তাইওয়ানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার সকালে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। দেশটির আবহাওয়া প্রশাসনের তথ্যমতে, হুয়ালিয়েন শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে সাগরে ৫ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে।
প্রশাসন জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩১ দশমিক ৬ কিলোমিটার গভীরে। কম্পনের প্রভাব রাজধানী তাইপেসহ আশপাশের এলাকায় অনুভূত হয়। এ সময় কিছু ভবন কেঁপে উঠলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূতাত্ত্বিকভাবে তাইওয়ান একটি ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দুটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। অতীতেও এখানে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে।
২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে সংঘটিত এক শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়। এরও আগে, ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্পে দেশটিতে দুই হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।
কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য আফটারশকের বিষয়ে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।



