Logo
Logo
×

আন্তর্জাতিক

দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ পিএম

দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব

ছবি : সংগৃহীত

ভারতের নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে তলব করেছে দিল্লি। একই সঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে সাম্প্রতিক হুমকি ও বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারতবিরোধী বক্তব্যের জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে দেশটি। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই দিন পর এবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো।

কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকায় এক সমাবেশে তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী ও ভারতবিরোধী শক্তিকে আশ্রয় দিতে পারে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করতে পারে।

এর আগে চলতি সপ্তাহে ঢাকায় বিক্ষোভ চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানো হয়, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রচারণার সঙ্গে উত্তেজনাপূর্ণ বক্তব্য দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন