Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১, আহত ৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১, আহত ৫

ছবি : সংগৃহীত

লেবাননের মাউন্ট লেবানন অঞ্চলের শুফ জেলার সিবলিন গ্রামে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলায় একটি পানিবাহী পিকআপ ট্রাক লক্ষ্যবস্তু করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ক্ষতিগ্রস্ত গাড়ি ও আশপাশের এলাকা দেখা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী হামলার দায় স্বীকার করে দাবি করেছে, এতে হিজবুল্লাহর এক সদস্যকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। একই দিনে এটি ছিল দ্বিতীয় হামলা। এর আগে দক্ষিণ লেবাননের মারকাবা-আদাইসেহ সড়কে ইসরায়েলি ড্রোন হামলায় আরও একজন নিহত এবং তিনজন আহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩৪০ জন নিহত এবং ৯৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন