বিজয় দিবস নিয়ে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পিএম
ছবি : সংগৃহীত
১৯৭১ সালের মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয় স্মরণ করেছে ভারতের সেনাবাহিনী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তারা মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাদের যৌথ লড়াইয়ের কথা তুলে ধরে।
ভারতীয় সেনাবাহিনী জানায়, বিজয় দিবস শুধু একটি তারিখ নয়, এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও নির্ণায়ক বিজয়ের প্রতীক। এই যুদ্ধ ভারতের সামরিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়, যেখানে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যায়।
পোস্টে আরও বলা হয়, এই বিজয় দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দিয়েছে এবং জন্ম দিয়েছে নতুন রাষ্ট্র—বাংলাদেশের। পাকিস্তানি সেনাদের বর্বরতা ও নিপীড়নের অবসান ঘটেছে এই যুদ্ধে। মাত্র ১৩ দিনের মধ্যে ভারতীয় সেনারা অসাধারণ সাহস ও দক্ষতার পরিচয় দিয়ে ৯৩ হাজার পাকিস্তানি সেনাকে আত্মসমর্পণে বাধ্য করে, যা বিশ্ব ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক আত্মসমর্পণ হিসেবে স্বীকৃত।



