Logo
Logo
×

আন্তর্জাতিক

বিজয় দিবস নিয়ে মোদির পোস্টে নাম নেই বাংলাদেশের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ এএম

বিজয় দিবস নিয়ে মোদির পোস্টে নাম নেই বাংলাদেশের

ছবি : সংগৃহীত

পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। যুদ্ধের শেষ দিকে ভারতীয় সেনাবাহিনী এতে যোগ দেয়। এ কারণে ভারতও ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে। তবে মূল বিজয় ছিল বাংলাদেশের, কারণ এদিনই দেশ পেয়েছিল কাঙ্ক্ষিত স্বাধীনতা।

বিজয় দিবস উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেন। তবে তার পোস্টে একবারও বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি।

মোদির পোস্টে বলা হয়, “বিজয় দিবসে আমরা সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় মনোবল ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং ইতিহাসে একটি গৌরবময় মুহূর্ত সৃষ্টি করেছে। সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করছে।”

এর আগে ভারতের সেনাবাহিনী বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট দেয়। সেখানে মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করা হয়। সেনাবাহিনী জানায়, “বিজয় দিবস শুধুমাত্র একটি তারিখ নয়, এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক বিজয়ের প্রতীক।”

ভারতীয় সেনারা আরও বলেন, মুক্তিবাহিনী ও ভারতীয় সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। এই বিজয় দক্ষিণ এশিয়ার মানচিত্রকে নতুন করে অঙ্কন করেছে এবং নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম দিয়েছে। তারা আরও উল্লেখ করেন, পাকিস্তানি সেনারা পুরো জাতির ওপর যে নৃশংসতা চালিয়েছে, এই যুদ্ধ তার অবসান ঘটিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন