ঘন কুয়াশায় বিপর্যস্ত দিল্লি, বিমান-রেল চলাচলে বিঘ্ন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে। এতে বিমান ও রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বিভাগ (সিপিসিবি) জানিয়েছে, সোমবার সকাল ৬টায় দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ৪৫৬, যা অত্যন্ত বিপজ্জনক স্তরে রয়েছে।
অক্ষরধামে একিউআই রেকর্ড করা হয়েছে ৪৯৩, বারাপুল্লা ফ্লাইওভারে ৪৩৩ এবং বারাখাম্বা রোডে ৪৭৪। ঘন বিষাক্ত ধোঁয়ায় ঢেকে থাকা শহরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) দিল্লির জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, কম দৃশ্যমানতার কারণে দিল্লি বিমানবন্দরে অন্তত ৪০টি ফ্লাইট বাতিল হয়েছে এবং ৩০০টির বেশি ফ্লাইট দেরিতে চলছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটতে পারে এবং সর্বশেষ তথ্যের জন্য এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।
ইন্ডিগো এয়ারলাইন্স জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে কিছু ফ্লাইট আগাম বাতিল হতে পারে। এয়ার ইন্ডিয়াও জানিয়েছে, দিল্লি ও উত্তর ভারতের বিভিন্ন অংশে ফ্লাইট পরিচালনা ব্যাহত হচ্ছে।
রেল চলাচলও মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। কম দৃশ্যমানতার কারণে দিল্লিগামী ও দিল্লি ছাড়াওয়া ৯০টির বেশি ট্রেন ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হচ্ছে।
এদিকে বায়ুদূষণ বেড়ে যাওয়ায় কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএম) গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (জিআরএপি) সর্বোচ্চ স্তর, অর্থাৎ স্টেজ-৪ কার্যকর করেছে। এর আওতায় দিল্লি-এনসিআর এলাকায় সব ধরনের নির্মাণ ও ভাঙচুর বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি অফিসের ৫০ শতাংশ কর্মীকে বাসায় থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ক্লাস ১১ পর্যন্ত (ক্লাস ১০ বাদে) সব স্কুলে হাইব্রিড পদ্ধতিতে পাঠদান চালু রাখতে বলা হয়েছে।



