Logo
Logo
×

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার ঘটনায় নিহত বেড়ে ১৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ এএম

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার ঘটনায় নিহত বেড়ে ১৫

অস্ট্রেলিয়ায় ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠানে বন্দুকধারীদের চালানো হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে। সন্দেহভাজন হামলাকারীরা সম্পর্কে বাবা ও ছেলে বলে জানিয়েছে পুলিশ। (বিবিসি)

ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ৫০ বছর বয়সী বাবার। ২৪ বছর বয়সী ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলায় নিহতদের মধ্যে রয়েছে দুই পুলিশ কর্মকর্তাও।

এতে আহত হয়েছে কমপক্ষে আরও ৪০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করে চলছে তদন্ত। সন্দেহভাজন বাবা-ছেলের বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ।

যখন এই হামলার ঘটনা ঘটেছে, তখন সিডনির বন্ডি বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুকাহ উদযাপনের অনুষ্ঠান চলছিল। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস বলেছেন, সিডনির ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছিল।

১৯৯৬ সালে তাসমানিয়ায় এক বন্দুকধারীর গুলিতে ৩৫ জন মারা যাাওয়ার পর গত তিন দশকের মধ্যে এটিই দেশটিতে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অস্ট্র্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যানথনি আলবানিজ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন