যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ এএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠান ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার বিকেলে ক্যাম্পাসের একটি ভবনে এই গুলিবর্ষণ ও হতাহতের ঘটনা ঘটে। এদিকে হামলার পরপরই হামলাকারী পালিয়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থী ও এলাকাবাসীকে ঘরে অবস্থানের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ব্রাউন বিশ্ববিদ্যালয়ে শনিবার বিকেলে বন্দুকধারীর হামলায় দুজন নিহত এবং আরও আটজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলাকারী এখনও ধরা না পড়ায় আশপাশের সবাইকে লকডাউনে থাকতে বলা হয়েছে। রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের প্রভিডেন্স শহরের মেয়র ব্রেট স্মাইলি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ বিকেলে দুজনের মৃত্যু হয়েছে এবং আরও আটজনের অবস্থা গুরুতর। তবে তাদের অবস্থা স্থিতিশীল।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পাসের বারুস ও হলি ভবনে এই গুলির ঘটনা ঘটে। ওই ভবনে ইঞ্জিনিয়ারিং ও ফিজিক্স বিভাগ অবস্থিত। ঘটনার সময় সেখানে একাধিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহভাজন হামলাকারীকে কালো পোশাক পরিহিত একজন পুরুষ হিসেবে বর্ণনা করেছে।
ডেপুটি পুলিশ প্রধান টিমোথি ও’হারা বলেন, ‘সন্দেহভাজনকে খুঁজে বের করতে আমরা চেষ্টা করছি। ‘শেল্টার ইন প্লেস’ নির্দেশনা এখনো কার্যকর রয়েছে, সবাইকে বিষয়টি খুব গুরুত্ব দিয়ে মানতে হবে। অনুগ্রহ করে কেউ এই এলাকায় আসবেন না।’
কর্তৃপক্ষ জানায়, হামলাকারীকে সর্বশেষ ওই ভবন থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। এখনো কোনও অস্ত্র উদ্ধার হয়নি। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টা ২২ মিনিটে ব্রাউন বিশ্ববিদ্যালয় জরুরি সতর্কবার্তা পাঠিয়ে জানায়, ‘বারুস ও হলি ইঞ্জিনিয়ারিং ভবনের কাছে বন্দুকধারী সক্রিয় রয়েছে’। সতর্কবার্তায় বলা হয়, ‘দরজা বন্ধ রাখুন, ফোন সাইলেন্ট করুন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আত্মগোপনে থাকুন।’
পরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবাদানকারীরা ছুটে যান। স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউপিআরআই জানায়, ফুটপাথে রক্ত ও ছড়িয়ে থাকা পোশাক দেখা গেছে। এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, প্রয়োজনীয় সব সক্ষমতা নিয়ে এফবিআই ঘটনাস্থলে সহায়তা দিচ্ছে। একই সঙ্গে ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভসের (এটিএফ) এজেন্টরাও সেখানে কাজ করছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই হামলার বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি বলেন, ‘এটা ভীষণ ভয়াবহ ঘটনা। এই মুহূর্তে আমরা কেবল ভুক্তভোগীদের জন্য প্রার্থনা করতে পারি।’
প্রসঙ্গত, বস্টনের কাছে প্রভিডেন্সে অবস্থিত ব্রাউন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১১ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন।



