মিয়ানমারের রাখাইনে হাসপাতালে বিমান হামলায় নিহত ৩১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০১:১২ পিএম
ছবি : সংগৃহীত
মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে দেশটির ক্ষমতাসীন সামরিক সরকারের বিমান বাহিনী। এতে কমপক্ষে ৩১ জন নিহত এবং আরও ৬৮ জন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় পশ্চিমাঞ্চলীয় এমরাউক-উ জেলায় এ হামলা চালানো হয়। স্থানীয় স্বাস্থ্যকর্মী ওয়াই হুন অং এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে এএফপি জানিয়েছে, হামলার পর সারা রাত উদ্ধার তৎপরতা চলেছে এবং এখনও চলছে। তিনি বলেন, “এখানকার পরিস্থিতি ভয়াবহ। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।”
প্রাথমিকভাবে রাতেই ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে সামরিক সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত কয়েক মাস ধরে রাখাইন প্রদেশের নিয়ন্ত্রণে রয়েছে জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক সংগঠন আরাকান আর্মি (এএ)। বুধবার রাতে এক বিবৃতিতে তারা হামলার বিষয়টি স্বীকার করেছে।



