ধনী বিদেশিদের জন্য‘গোল্ড কার্ড’ কর্মসূচি চালু করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
ধনশালী বিদেশিদের জন্য দ্রুত প্রক্রিয়াকরণের মাধ্যমে নতুন ভিসা বা ‘গোল্ড কার্ড’ কর্মসূচি চালু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সুবিধা পেতে আবেদনকারীকে দিতে হবে ন্যূনতম ১ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকার বেশি।
বুধবার (১০ ডিসেম্বর) নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা করেন, এই গোল্ড কার্ড পাওয়া ব্যক্তিরা নাগরিকত্বের প্রায় সরাসরি পথ পাবেন। তাঁর দাবি, এতে আমেরিকান কোম্পানিগুলো আন্তর্জাতিক মেধা ধরে রাখতে পারবে। খবর বিবিসির।
কর্মসূচির সরকারি তথ্য অনুযায়ী, স্থায়ী বসবাসের দ্রুত অনুমতি পেতে ১ মিলিয়ন ডলারের অনুদান ও ১৫ হাজার ডলারের ফেরত-নযোগ্য নয় এমন প্রক্রিয়াকরণ ফি দিতে হবে। আর কোনো প্রতিষ্ঠান তাদের কর্মীকে স্পন্সর করতে চাইলে সেই কর্মীর জন্য দিতে হবে ২ মিলিয়ন ডলার অনুদান।
ট্রাম্প জানান, এই ভিসা মূলত উচ্চপদস্থ পেশাদার এবং সম্ভাব্য কর্মসংস্থান সৃষ্টিকারীদের জন্য। একই সঙ্গে তিনি আরও জানান, ৫ মিলিয়ন ডলারের বিনিময়ে বিশেষ কর সুবিধাযুক্ত একটি ‘প্ল্যাটিনাম কার্ড’ আনার পরিকল্পনাও রয়েছে।
তবে কর্মসূচিটি ঘোষণার পরপরই ডেমোক্র্যাটদের সমালোচনা শুরু হয়েছে। তাদের অভিযোগ, এই নীতি ধনীদের জন্য বাড়তি সুবিধা তৈরি করবে। সমালোচনার আরও একটি কারণ হলো, একই সময়ে ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোরতা এবং দক্ষ কর্মীদের এইচ-১বি ভিসার ফি বাড়ানোর মতো নীতি গ্রহণ করছে।
‘গোল্ড কার্ড’কে অনেকেই বিদ্যমান ইবি-৫ বিনিয়োগভিত্তিক ভিসার বিকল্প হিসেবে দেখছেন, যদিও ট্রাম্প দাবি করছেন, এটি গ্রিন কার্ডের চেয়েও বেশি সুযোগ দেবে।



