Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনা যুদ্ধবিমানের রাডার লক ঘটনায় টোকিওতে রাষ্ট্রদূত তলব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম

চীনা যুদ্ধবিমানের রাডার লক ঘটনায় টোকিওতে রাষ্ট্রদূত তলব

ছবি : সংগৃহীত

জাপানের এক সামরিক বিমানের ওপর চীনা যুদ্ধবিমান রাডার লক করার পর টোকিওতে চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে জাপান। এতে দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও তীব্র হয়েছে। খবর এএফপির।

সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাইওয়ানকে সমর্থন জানিয়ে মন্তব্য করেন। তার পরপরই এই ঘটনা ঘটায় বিষয়টিকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখছে টোকিও।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (৬ ডিসেম্বর) ওকিনাওয়ার কাছে আন্তর্জাতিক জলসীমায় চীনের জে-১৫ যুদ্ধবিমান দুইবার জাপানি বিমানের ওপর রাডার লক করে। এতে কোনো ক্ষতি হয়নি। তবে এ ধরনের ঘটনা প্রথমবারের মতো প্রকাশ করলো জাপান।

চীন দাবি করেছে, জাপানি বিমানগুলো তাদের নৌবাহিনীর প্রশিক্ষণ এলাকায় বারবার প্রবেশ করে এবং মহড়া ব্যাহত করে। টোকিওর অভিযোগকে তারা ‘বাস্তবতার সঙ্গে অসঙ্গত’ বলে মন্তব্য করেছে।

জাপানের উপ–পররাষ্ট্রমন্ত্রী তাকেহিরো ফুনাকোশি চীনা রাষ্ট্রদূত উ জিয়াংহাওকে তলব করে বলেন, “এই ধরনের বিপজ্জনক আচরণ অত্যন্ত দুঃখজনক।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন