Logo
Logo
×

আন্তর্জাতিক

ফলহীন শান্তি আলোচনা, ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ পিএম

ফলহীন শান্তি আলোচনা, ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলা তিন দিনব্যাপী শান্তি আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। আলোচনার শেষ দিন শনিবার (৬ ডিসেম্বর) ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বড় ধরনের আকাশ হামলা চালিয়েছে রাশিয়া। খবর আল জাজিরার।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আলোচনার সময় তার সঙ্গে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের ‘গঠনমূলক’ কথা হয়েছে। তবে উভয় পক্ষই একমত হয়েছে যে, প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্পূর্ণভাবে মস্কোর ইচ্ছার ওপর নির্ভর করছে।

আলোচনায় যুদ্ধক্ষেত্রের বাস্তবতাও উঠে আসে। শুক্রবার ভোর থেকে রাশিয়া ইউক্রেনে নতুন করে ব্যাপক আক্রমণ শুরু করে। এতে ৬৫৩টি ড্রোন ও ৫১টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা ইউক্রেনের জ্বালানি ও সামরিক-বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেনকো জানান, হামলায় ২৯টি এলাকায় আঘাত হানা হয়েছে এবং অন্তত আটজন আহত হয়েছেন। এতে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়, যা ছয়টি রিঅ্যাক্টরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

জেলেনস্কি অভিযোগ করেন, সর্বশেষ হামলায় জ্বালানি অবকাঠামোকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে। রাজধানী কিয়েভের কাছে একটি রেলস্টেশনও ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা ৫৮৫টি ড্রোন ও ৩০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

অন্যদিকে মস্কো দাবি করেছে, তাদের হামলা কেবল ইউক্রেনের সামরিক-বাণিজ্যিক কমপ্লেক্স ও সংশ্লিষ্ট জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছে।

যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতির কারণে শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার হচ্ছে। শুধু নভেম্বর মাসেই রাশিয়ার সেনারা দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্কে ৫০৫ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে, যা অক্টোবরের তুলনায় প্রায় দ্বিগুণ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন