Logo
Logo
×

আন্তর্জাতিক

শান্তি আলোচনা ভেঙে পাকিস্তান–আফগান সীমান্তে ফের গোলাগুলি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ এএম

শান্তি আলোচনা ভেঙে পাকিস্তান–আফগান সীমান্তে ফের গোলাগুলি

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আবারও তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়। নতুন এই উত্তেজনার ঘটনা দুই দেশই নিশ্চিত করেছে, যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শান্তি আলোচনার সর্বশেষ প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরই গোলাগুলির ঘটনা ঘটে। আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন, পাকিস্তান প্রথমে কান্দাহারের বোলদাক এলাকায় হামলা চালায়। অন্যদিকে ইসলামাবাদের দাবি, আফগান বাহিনীই চামান সীমান্তে ‘বিনা উস্কানিতে’ গুলি ছুড়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছেন, দেশটি সতর্ক অবস্থানে রয়েছে। তাঁর ভাষায়, পাকিস্তান ভৌগলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

দুই দিন আগে সৌদি আরবে ইসলামাবাদ ও কাবুলের প্রতিনিধিদের মধ্যে আবারও শান্তি আলোচনা হয়। যদিও কোনো অগ্রগতি হয়নি, উভয় পক্ষই যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তার পরপরই সীমান্তে গোলাগুলির ঘটনা পরিস্থিতিকে আবারও অস্থিতিশীল করে তুলল।

গত অক্টোবরে দুই দেশের মধ্যে প্রথম বড় ধরনের সংঘর্ষ হয়, যা কাতার ও তুরস্কের মধ্যস্থতায় থামানো সম্ভব হয়েছিল। কয়েক সপ্তাহ শান্ত থাকার পর সৌদি আরবে বৈঠক করে দুই পক্ষ। কিন্তু আলোচনার দুই দিনের মধ্যেই নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানে একাধিক আত্মঘাতী ও সন্ত্রাসী হামলা ঘটেছে। ইসলামাবাদের অভিযোগ, আফগান নাগরিকরা দেশটির মদদে এসব হামলা চালিয়েছে। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের ভেতরে ঘটে যাওয়া হামলার জন্য তাদের দায়ী করা যায় না।

২০২১ সালে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বাহিনীর প্রস্থান শেষে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে, যার সর্বশেষ উদাহরণ সীমান্তে এই গোলাগুলির ঘটনা। সূত্র: রয়টার্স

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন