ইসরায়েল ইস্যুতে ইউরোভিশন ২০২৬ বয়কট: সরে দাঁড়ালো স্পেন–আয়ারল্যান্ডসহ চার দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইসরায়েলকে প্রতিযোগিতায় রাখার সিদ্ধান্তের প্রতিবাদে আগামী বছরের ইউরোভিশন গান প্রতিযোগিতা বয়কট করছে আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস ও স্লোভেনিয়া। গাজায় ইসরায়েলের অভিযানের প্রেক্ষাপটে এসব দেশ মনে করছে, এমন পরিস্থিতিতে ইসরায়েলকে মঞ্চ দেওয়া নৈতিকভাবে অগ্রহণযোগ্য।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধ পরিস্থিতি এবং নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ইসরায়েলকে বাদ দেওয়ার দাবি তুলেছিল কয়েকটি দেশ। জেনেভায় ইবিইউর বৈঠকে স্পেনের সম্প্রচার সংস্থা আরটিভিই গোপন ভোটের দাবি তোলে, যদিও সেই প্রস্তাব গৃহীত হয়নি। এতে উৎসবের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়।
গাজার মানবিক বিপর্যয়ের সময়ে অংশগ্রহণকে আয়ারল্যান্ডও অগ্রহণযোগ্য বলে জানিয়েছে। স্পেন ইউরোভিশনের ‘বিগ ফাইভ’ সদস্য হওয়ায় সরাসরি ফাইনালে ওঠার সুবিধা পায়, তবে ইসরায়েল থাকা সত্ত্বেও অংশ না নেওয়ার আগের সিদ্ধান্তেই অটল থাকে দেশটি। স্লোভেনিয়াও জানায়, নিয়ম বদলালেও ন্যায়নীতি রক্ষায় তাদের অবস্থান অপরিবর্তিত।
ইবিইউর বৈঠকে প্রায় ৫০টি সম্প্রচার সংস্থা যোগ দেয়। প্রতিযোগিতার নিয়ম সংশোধন নিয়ে ভোট হয়, যেখানে সম্মত সদস্যদের জানানো হয়—নতুন নিয়ম কার্যকর হলে ইসরায়েলকে নিয়ে আর আলাদা কোনো ভোট হবে না। ইবিইউর মতে, অধিকাংশ সদস্য চায় প্রতিযোগিতায় রাজনৈতিক চাপ বা রাষ্ট্রীয় প্রভাব না থাকুক।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি সংহতি ও সহযোগিতার প্রতীক। ইসরায়েলের সম্প্রচার সংস্থা কান–এর প্রধান গলান ইয়োখপাজ বলেন, দেশটিকে বাদ দেওয়ার দাবিগুলো ‘সংস্কৃতিগত বয়কট’ ছাড়া কিছু নয়।
বিবিসি জানায়, নিয়ম সংশোধন সমর্থন করলেও ইউরোভিশন সম্প্রদায়ের মধ্যে বড় ধরনের বিভাজন তৈরি হয়েছে। ডাচ সংস্থা অ্যাভরোট্রস জানায়, বর্তমান পরিস্থিতি তাদের মূল মূল্যবোধের সঙ্গে যায় না। বেলজিয়াম দ্রুত নিজ অবস্থান জানাবে।
অন্যদিকে নর্ডিক দেশগুলো—নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ড—বেশিরভাগই নিয়ম সংশোধনকে সমর্থন করেছে, যদিও আইসল্যান্ড এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। জার্মানিও সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পরের বছর অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে।
ইসরায়েল ইস্যুতে বয়কটের সিদ্ধান্ত ইতোমধ্যেই ইউরোভিশনের ৭০ বছরে সবচেয়ে তীব্র ভাঙনের সংকেত তৈরি করেছে।



