Logo
Logo
×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ৫০ দিনে গাজায় ৬০০ বার হামলা চালিয়েছে ইসরাইল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম

যুদ্ধবিরতির ৫০ দিনে গাজায় ৬০০ বার হামলা চালিয়েছে ইসরাইল

ছবি : সংগৃহীত

গাজায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যত কাগজে-কলমেই সীমাবদ্ধ। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর এক মাসেরও কম সময়ে গাজায় দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে আইডিএফ।

কাতারভিত্তিক আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ১০ অক্টোবর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ৫০ দিনে গাজায় প্রায় ৬০০ বার হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ৩৫৭ ফিলিস্তিনি এবং ধ্বংস হয়েছে হাজারো বাসস্থান।

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, এই সময়ে ইসরাইল মোট ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে—

  • ১৬৪ বার বেসামরিক মানুষের ওপর গুলি চালানো
  • ২৫ বার ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে আবাসিক এলাকায় অভিযান
  • ২৮০ বার বোমা ও গোলাবর্ষণ
  • ১১৮টি ক্ষেত্রে বাড়িঘর ধ্বংস

গত এক মাসে দখলদার বাহিনী ৩৫ জন ফিলিস্তিনিকে আটক করেছে। একই সঙ্গে মানবিক সহায়তা বন্ধ রাখা, ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস অব্যাহত রেখেছে ইসরাইল। ফলে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফার ভিত্তিতে ইসরাইল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এর একটি দফায় বিমান ও গোলা হামলাসহ সব ধরনের সামরিক অভিযান স্থগিত করার কথা বলা হলেও তা মানছে না ইসরাইল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন