Logo
Logo
×

আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় ডিটওয়াহ দক্ষিণ ভারতের উপকূলের দিকে, রেড অ্যালার্ট জারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:১৯ পিএম

ঘূর্ণিঝড় ডিটওয়াহ দক্ষিণ ভারতের উপকূলের দিকে, রেড অ্যালার্ট জারি

ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণ উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ডিটওয়াহ। এ কারণে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। উপকূলজুড়ে ইতোমধ্যেই বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে, যার ফলে বিভিন্ন স্থানে ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার মধ্যরাতে এনডিটিভির খবরে বলা হয়, ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, রোববার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড়টি উত্তর তামিলনাডু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছ দিয়ে অতিক্রম করবে।

তামিলনাডুর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কে এস এস আর রামাচন্দ্রন জানান, ঘূর্ণিঝড়টি চেন্নাইয়ের কাছে আঘাত হানবে কি না তা এখনও নিশ্চিত নয়। তবে রাজ্য সরকার উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য প্রস্তুত রয়েছে। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে ৫৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

আইএমডির মহাপরিচালক মৃগুঞ্জয় মহাপাত্র বলেন, তামিলনাডু ও পুদুচেরির উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৭০–৮০ কিলোমিটার, দমকা হাওয়ায় তা ৯০ কিলোমিটার পর্যন্ত উঠছে। রোববার সকালে ঘূর্ণিঝড়টি উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূর দিয়ে যাবে, তবে এর প্রভাব সন্ধ্যা পর্যন্ত থাকবে। তিনি আরও জানান, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম হলেও কৃষিজমির ফসল নষ্ট হতে পারে।

ইতোমধ্যে তিন রাজ্যে ভারী বৃষ্টি হয়েছে এবং কেরালাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় মানুষকে সতর্ক থাকতে এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নাঞ্চলে জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে। জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আইএমডি জানিয়েছে, অন্ধ্র উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার এবং তামিলনাডু-পুদুচেরির উপকূলে ঢেউয়ের উচ্চতা ৮ মিটার পর্যন্ত উঠছে। উপকূলের মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন