Logo
Logo
×

আন্তর্জাতিক

কৃষ্ণ সাগরে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দুই ট্যাংকার ধ্বংস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:০৩ পিএম

কৃষ্ণ সাগরে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দুই ট্যাংকার ধ্বংস

ছবি : সংগৃহীত

কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি ট্যাংকার জাহাজ ধ্বংস করেছে ইউক্রেনের নৌবাহিনী। বৃহস্পতিবার নাভাল ড্রোন ব্যবহার করে ‘কাইরোস’ এবং ‘ভিরাট’ নামের জাহাজ দুটিকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে রয়টার্সকে জানিয়েছেন ইউক্রেনীয় নৌবাহিনীর এক কর্মকর্তা।

তিনি জানান, রাশিয়া জ্বালানি তেল বিক্রি করে ইউক্রেন যুদ্ধের অর্থ জোগাচ্ছে। তাই দীর্ঘদিন ধরে রাশিয়ার জ্বালানি ব্যবসার অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এর অংশ হিসেবেই নাভাল ড্রোন দিয়ে এই দুটি ট্যাংকার ধ্বংস করা হয়েছে।

ট্যাংকার দুটি খালি অবস্থায় কৃষ্ণ সাগরের তীরবর্তী নভোঅরাসিয়াস্ক শহরের দিকে যাচ্ছিল। যাত্রাপথেই ড্রোন হামলার শিকার হয় তারা। নাভাল ড্রোন হলো বিস্ফোরকবাহী চালকবিহীন নৌযান, যা সাধারণত যুদ্ধজাহাজে হামলার জন্য ব্যবহৃত হয়।

ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, হামলার ভিডিও তাদের কাছে রয়েছে। সেটি বিশ্লেষণ করে দেখা গেছে, ড্রোনের আঘাতে জাহাজ দুটির গুরুতর ক্ষতি হয়েছে এবং আর চলাচলের উপযোগী নেই। এর মাধ্যমে রাশিয়ার তেল পরিবহন ও বাণিজ্যে বড় ধরনের আঘাত হানা সম্ভব হয়েছে।

কাইরোস ও ভিরাট— উভয়ই যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত। হামলার পর তুরস্কের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুই জাহাজের ক্রুদের উদ্ধার করে সরিয়ে নিয়েছে তুর্কি কোস্টগার্ড। তবে এ ঘটনায় কৃষ্ণ সাগরের বাণিজ্যিক জাহাজ চলাচল নতুন ঝুঁকিতে পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে তারা।

রাশিয়ার প্রতিবেশী কাজাখস্তানও এ হামলার নিন্দা জানিয়েছে। তবে মস্কো এখনো কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: রয়টার্স

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন