Logo
Logo
×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়া-থাইল্যান্ড-শ্রীলঙ্কায় ব্যাপক বন্যা-ভূমিধস, নিহত ৬০০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৯:৩১ এএম

ইন্দোনেশিয়া-থাইল্যান্ড-শ্রীলঙ্কায় ব্যাপক বন্যা-ভূমিধস, নিহত ৬০০

ছবি : সংগৃহীত

এশিয়ার দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত প্রায় ৬০০ মানুষের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও শত শত মানুষ। মৌসুমি বৃষ্টি ও একের পর এক ঝড়ের আঘাতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখো মানুষ।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বৃষ্টি শুরু হয় গত বুধবার। নিখোঁজ মানুষের সংখ্যা শতাধিক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাজারো মানুষ এখনো আটকে আছেন, এমনকি অনেকে তাদের বাড়ির ছাদে আশ্রয় নিয়ে উদ্ধারের অপেক্ষায় রয়েছেন।

শনিবার পর্যন্ত ইন্দোনেশিয়ায় ৩০০ জনের বেশি এবং থাইল্যান্ডে ১৬০ জনের মতো মানুষ মারা গেছেন। মালয়েশিয়ায়ও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অঅর শ্রীলঙ্কায় সাইক্লোন ‘দিতওয়ার’ আঘাতে ১৩০ জনের বেশি নিহত এবং ১৭০ জনের মতো নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এছাড়া ইন্দোনেশিয়ায় ‘সেনইয়ার’ নামে এক ট্রপিক্যাল সাইক্লোন ভয়াবহ ভূমিধস ও বন্যা সৃষ্টি করেছে। এতে হাজারের বেশি ঘরবাড়ি তলিয়ে যায় এবং বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সুমাত্রায় বন্যায় প্রায় ৩০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

আচেহ প্রদেশের আরিনি আমালিয়া বিবিসিকে বলেন, পানি এমন গতিতে এলো যে কয়েক সেকেন্ডের মধ্যে তা ঘরবাড়ির ভেতর ঢুকে পড়ে। তিনি জানান, দাদিকে নিয়ে তারা কাছের উঁচু জায়গায় আশ্রয় নেন। পরদিন বাড়ি থেকে কিছু নেয়ার জন্য ফিরলে দেখেন, সবই তলিয়ে গেছে।

পশ্চিম সুমাত্রায় বাড়িতে পানি ঢোকার পর মেরি ওসমান নামে এক ব্যক্তি জানান, তিনি প্রবল স্রোতে ভেসে গিয়েছিলেন এবং পরে কোনোমতে একটি দড়ি ধরে নিজেকে বাঁচাতে সক্ষম হন।

এদিকে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতাও বাধাগ্রস্ত হচ্ছে। যদিও কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, তারপরও এখনও শতাধিক মানুষ আটকা পড়ে আছেন বলে ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানিয়েছে।

অন্যদিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সংকলা প্রদেশে বন্যার পানির উচ্চতা ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত উঠে যায়। এতে করে সেখানে অন্তত ১৪৫ জনের মৃত্যু হয়েছে। মূলত এটি গত এক দশকে সবচেয়ে ভয়াবহ বন্যা। সবমিলিয়ে দেশটির ১০টি বন্যাকবলিত প্রদেশে ১৬০ জনের বেশি মারা গেছেন, আর ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩৮ লাখ মানুষ।

এছাড়া হাট ইয়াই শহরে এক দিনে ৩৩৫ মিমি বৃষ্টি হয়েছে, যা গত ৩০০ বছরে সর্বোচ্চ। পানি নামার পর সেখানে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। স্থানীয় এক হাসপাতালে মরদেহ রাখার জায়গা না থাকায় সেগুলো রেফ্রিজারেটেড ট্রাকে সরিয়ে নিতে হয়। থানিতা খিয়াওহম নামে হাট ইয়াইয়ের এক বাসিন্দা বিবিসিকে বলেন, আমরা সাত দিন পানির মধ্যে আটকে ছিলাম, কোনো সংস্থা সাহায্য করতে আসেনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন