Logo
Logo
×

আন্তর্জাতিক

তৃতীয় বিশ্ব থেকে স্থায়ী অভিবাসন বন্ধের ঘোষণা ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১২:০০ পিএম

তৃতীয় বিশ্ব থেকে স্থায়ী অভিবাসন বন্ধের ঘোষণা ট্রাম্পের

ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলিবিদ্ধ করার ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসী গ্রহণ বন্ধ করা হবে। শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্ত জানান, যা বৈশ্বিক চলাচল ও অভিবাসন কাঠামোয় বড় ধরনের ধাক্কা আনতে পারে।

ঘটনার সূত্রপাত—এক আফগান নাগরিক দুই ন্যাশনাল গার্ড সেনাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। তিনি আগে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং সিআইএর সঙ্গে কাজ করতেন এবং ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ ব্যবস্থায় দেশে প্রবেশ করেন। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়।

ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন—প্রযুক্তিগত অগ্রগতি সত্ত্বেও ভুল অভিবাসন নীতি দেশের অর্জনকে ক্ষয় করছে এবং নাগরিকের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলছে। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্রকে পুনরায় সঠিক পথে ফেরাতে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অভিবাসী আসা সম্পূর্ণ বন্ধ করাই একমাত্র উপায়।

পোস্টে তিনি আরও জানান—বাইডেন প্রশাসনের সময় অবৈধভাবে প্রবেশ করা লক্ষ লক্ষ মানুষের *থাকার অনুমতি* বাতিল করা হবে। দেশকে মনের ভেতর থেকে ভালোবাসে না বা কোনো কাজে আসে না—এমন বিদেশিদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সব বিদেশি নাগরিকের সরকারি সুবিধা ও আর্থিক সহায়তা বন্ধ করা হবে বলেও ঘোষণা করেন। নিরাপত্তা বিপন্নকারী বিদেশিদের নাগরিকত্ব বাতিলের কথাও উল্লেখ করেন তিনি।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের উন্নতির স্বার্থে অভিবাসীদের নিজ দেশে ফিরে যেতে হবে—এটাই পরিস্থিতি ঠিক করার একমাত্র পথ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন