মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল টেকনাফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:৪৬ এএম
মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তি হয়।
ভূকম্পন পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ভলকানো ডিসকভারি জানায়, টেকনাফ এলাকায় কম্পনের তীব্রতা খুব হালকা থাকায় অধিকাংশ মানুষ এটি অনুভব করেননি। উৎপত্তিস্থলের গভীরতা নিশ্চিত না করলেও ইএমএসসি জানায়, ভূমিকম্পটি মাটির প্রায় ১০ কিলোমিটার নিচে সংঘটিত হয়েছিল।
এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে—যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম তীব্র ধাক্কা হিসেবে বিবেচিত। সেদিন কম্পনের মাত্রা এতটাই প্রবল ছিল যে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। অনেক প্রত্যক্ষদর্শী জানান, এমন তীব্র কম্পন তারা আগে কখনো অনুভব করেননি।
ভূমিকম্প শুরু হতেই শহরের বহুতল ভবনগুলো থেকে লোকজন দ্রুত নিচে নেমে আসে, এবং বাসাবাড়ি, অফিস ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নরসিংদীতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পে সারাদেশে অন্তত ১০ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন।



