Logo
Logo
×

আন্তর্জাতিক

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের একাধিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের একাধিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪

ছবি : সংগৃহীত

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সরকার এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কিছু বাসিন্দা এখনো ভবনের ভেতরে আটকা পড়ে আছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত তিনটি বহুতল ভবনের নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচায় প্রথমে আগুন লাগে। পরে তা দ্রুত ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত এই কমপ্লেক্সে প্রায় দুই হাজার ফ্ল্যাট রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক এবং একজন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। নিহতদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

এএফপি জানিয়েছে, অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ এক নারী ও এক পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশও জানিয়েছে, কিছু বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়েছিলেন।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, একাধিক টাওয়ারের বাঁশের মাচা থেকে ঘন ধোঁয়া উঠছে। কর্তৃপক্ষ এ ঘটনায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

অগ্নিনির্বাপণ কাজে ফায়ার সার্ভিসের কর্মীরা অংশ নেওয়ায় পাশের একটি মহাসড়কের কিছু অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, বাসিন্দাদের ঘরে অবস্থান করতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং শান্ত থাকতে বলা হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ড-কবলিত এলাকায় লোকজনকে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত মাসেও হংকংয়ের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলার একটি ভবনের মাচায় আগুন লেগে অন্তত চারজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন