ভারতের সীমানা পরিবর্তন হতে পারে: রাজনাথ সিং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১১:৫১ এএম
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানে পাকিস্তানের অধীনস্থ সিন্ধু অঞ্চল একদিন সীমানার পরিবর্তনের মাধ্যমে ভারতের অংশ হয়ে উঠতে পারে। রবিবার (২৩ নভেম্বর) এক অনুষ্ঠান থেকে তিনি এই মন্তব্য করেন।
১৯৪৭ সালে দেশভাগের পর সিন্ধু নদীর তীরবর্তী ঐতিহাসিক এই অঞ্চল পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। তখন বিপুলসংখ্যক হিন্দু পরিবার ভারতবর্ষে এসে আশ্রয় নেয়। সেই প্রসঙ্গ টেনে রাজনাথ সিং বলেন, “লালকৃষ্ণ আদভানি তার বইতে উল্লেখ করেছেন যে সিন্ধুর হিন্দুরা আজও ভারত থেকে সিন্ধুর বিচ্ছিন্নতা মেনে নিতে পারেননি। শুধু সিন্ধুই নয়, গোটা ভারতেই হিন্দুরা সিন্ধু নদীকে পবিত্র হিসেবে মানেন।”
তিনি আরও বলেন, আজ সিন্ধুর ভূমি ভারতের অংশ না হলেও সভ্যতার দিক থেকে সিন্ধু সবসময় ভারতেরই অংশ থাকবে। সীমানা কখনো বদলে যেতে পারে। কে জানে, আগামীকালই সিন্ধু আবার ভারতে ফিরে আসতে পারে।
এর আগেও রাজনাথ সিং সিন্ধু-কাশ্মীর ইস্যুতে অবস্থান জানিয়ে বলেন, কোনো আক্রমণাত্মক পদক্ষেপ ছাড়াই একদিন ভারত পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর ‘পুনরুদ্ধার’ করতে সক্ষম হবে।



