Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তি পরিকল্পনা নিয়ে বড় অগ্রগতি: যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১০:৩৮ এএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তি পরিকল্পনা নিয়ে বড় অগ্রগতি: যুক্তরাষ্ট্র

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। যদিও খসড়া পরিকল্পনার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে। সোমবার (২৪ নভেম্বর) আল জাজিরা এ তথ্য জানায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রবিবার বলেন, চার বছর ধরে চলমান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা নিয়ে কাজ করছে, তাতে অসাধারণ অগ্রগতি হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। জেনেভায় মার্কিন মিশনে সাংবাদিকদের রুবিও বলেন, আমরা সত্যিই অনেক দূর এগিয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই আরও অগ্রসর হতে পারব বলে আমি আশাবাদী।

তিনি জানান, ন্যাটোর ভূমিকা এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার মতো বেশ কিছু ইস্যু এখনো আলোচনাধীন। তবুও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২৮ দফার শান্তি পরিকল্পনার জটিল অনেক বিষয়েই মতপার্থক্য কমে এসেছে।

ইউক্রেন প্রতিনিধি দলের প্রধান আন্দ্রি ইয়ারমাকও জানান, আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে এবং তারা ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির পথে এগোচ্ছে।

সম্প্রতি ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি ইউক্রেন যথেষ্ট কৃতজ্ঞতা দেখাচ্ছে না। এর পরই ইউক্রেনীয় কর্মকর্তারা প্রকাশ্যে ওয়াশিংটনকে ধন্যবাদ জানাতে শুরু করেন। রোববার সকালে ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ইউক্রেনের নেতৃত্ব কোনো কৃতজ্ঞতা দেখায়নি, অথচ ইউরোপ এখনো রাশিয়া থেকে তেল কিনছে।

অল্প সময় পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স-এ পোস্ট করে যুক্তরাষ্ট্রকে এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ইউক্রেনের প্রাণ বাঁচাচ্ছে।

এদিকে সিবিএস নিউজ জানিয়েছে, জেলেনস্কি খুব শিগগিরই ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র সফর করতে পারেন।

সপ্তাহের মধ্যেই সমঝোতা সম্ভব কি না— এমন প্রশ্নে রুবিও বলেন, আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব এটি শেষ করা। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনাটি একটি পরিবর্তনশীল নথি, যা সংশোধন হতে থাকবে। চূড়ান্ত প্রস্তাব তৈরি হলে তা মস্কোর কাছেও পেশ করা হবে, এবং রাশিয়ারও মতামত দেওয়ার সুযোগ থাকবে।

এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা চূড়ান্ত শান্তি সমঝোতার ভিত্তি হতে পারে। তবে ইউক্রেন আলোচনা থেকে সরে এলে আরও ভূখণ্ড দখলের হুমকিও দিয়েছেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন