৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে থেমেছিল ভারত-পাকিস্তান যুদ্ধ: ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:৫৬ এএম
ডোনাল্ড ট্রাম্প
ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ ঠেকাতে দুই দেশকে ৩৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন—এমন দাবি আবারও করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটন ডিসিতে ইউএস–সৌদি ইনভেস্টমেন্ট ফোরামে দেওয়া ভাষণে তিনি বলেন, তাঁর সতর্কবার্তার পরই দুই দেশ যুদ্ধ থামাতে রাজি হয়।
ট্রাম্পের বক্তব্যে জানা যায়, দুই দেশ পারমাণবিক হামলার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছিল। বিষয়টি জানার পর তিনি সরাসরি দুই দেশের নেতাদের সতর্ক করেন। ট্রাম্প বলেন, আমি বলেছিলাম, আপনারা চাইলে যুদ্ধ চালিয়ে যেতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকের ওপর ৩৫০ শতাংশ শুল্ক বসবে। আপনারা পরমাণু বোমা ছুড়ে মানুষ মারবেন, আর সেই পরমাণুর ধুলো লস অ্যাঞ্জেলেসে এসে পড়বে—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ট্রাম্প দাবি করেন, তার এই হুমকির পর প্রথম ফোন আসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের। তিনি জানান, পাকিস্তান সংঘাত থামাতে রাজি। সত্যিকার অর্থে আমি লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি, মন্তব্য ট্রাম্পের। কিছুক্ষণ পর ভারতের প্রধানমন্ত্রীরও ফোন আসে এবং ভারতও যুদ্ধ থামাতে রাজি হয় বলে জানান তিনি।
এর আগে ভারতের জম্মু–কাশ্মিরের অনন্তনাগ জেলার বৈসরন উপত্যকায় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর হামলায় ২৬ জন নিহত হলে দুই দেশের উত্তেজনা তুঙ্গে ওঠে। হামলার প্রতিক্রিয়ায় ভারত ৭ মে ‘অপারেশন সিঁদুর’ চালায় এবং পাকিস্তান পাল্টা ‘বুনিয়ান উন মারসুস’ অভিযান পরিচালনা করে। কয়েক দফা হামলা–পাল্টা হামলায় দুই দেশে সেনা ও বেসামরিক মিলিয়ে বহু প্রাণহানি ঘটে।
পরিস্থিতি চরমে পৌঁছালে ১০ মে দুই দেশের ডিজিএমও পর্যায়ের টেলিফোন বৈঠকে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়, যা পরবর্তী সময়ে আরও কয়েক দফা বাড়ানো হয়। বর্তমানে ভারত–পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
উল্লেখযোগ্য যে, ভারত–পাকিস্তানের সম্ভাব্য পরমাণু যুদ্ধ থামাতে ভূমিকা রাখার দাবি ট্রাম্প আগেও করেছেন। পাকিস্তান সরকার তার দাবির সত্যতা স্বীকার করলেও ভারত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র : জিও টিভি



