Logo
Logo
×

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি নবনির্বাচিত মেয়র মামদানির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:৩৪ এএম

নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি নবনির্বাচিত মেয়র মামদানির

নিউইয়র্ক সফরে গেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তা নিউইয়র্কে কঠোরভাবে কার্যকর করা হবে।

গত ৪ নভেম্বরের নির্বাচনে ৩৪ বছর বয়সী মামদানি বিপুল ভোটে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হন। আগামী ১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণের আগেই আন্তর্জাতিক আইনের প্রতি অটল থাকার সংকল্প ঘোষণা করে তিনি জানান—আইসিসির পরোয়ানা বহাল আছে, এবং নেতানিয়াহু নিউইয়র্কে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে।

গাজায় বেসামরিক মানুষের ওপর ইচ্ছাকৃত হামলা এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে আইসিসি ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করে। বিদায়ী মেয়র অ্যাডামসের সঙ্গে আলোচনার সময় মামদানি স্পষ্ট জানান, এই শহরে আন্তর্জাতিক আইন সম্মানিত হবে, পরে এবিসি৭–এর সরাসরি অনুষ্ঠানে একই বার্তা পুনর্ব্যক্ত করেন তিনি।

মামদানি বলেন, নিউইয়র্ক আন্তর্জাতিক আইনের শহর। আইন রক্ষা করা আমাদের দায়িত্ব। আইসিসির পরোয়ানা কার্যকর করতে হবে—বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা ভ্লাদিমির পুতিন, কারও জন্যই ছাড় নেই। আমি ডোনাল্ড ট্রাম্পের মতো নই, যিনি নিজের মতো করে আইন বানান; আমি বিদ্যমান আইনই মানি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন