Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১১:২৬ এএম

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের

যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আরও ব্যাপকভাবে বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত নেওয়া হবে। বুধবার (১৯ নভেম্বর) বিষয়টি জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে এমবিএস বলেন, আমার মনে হয়, আজ বা আগামীকাল আমরা ঘোষণা করতে পারবো যে ৬০০ বিলিয়ন ডলারের প্রকৃত বিনিয়োগ বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করছি।

তিনি জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে শুরু করে নানা খাতে দুই দেশের মধ্যে একাধিক বড় চুক্তি হবে, যা বিশাল বিনিয়োগ সুযোগ তৈরি করবে।

ঘোষণায় কিছুটা বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, মানে আপনি বলছেন ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হবে? জবাবে এমবিএস আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, নিশ্চিতভাবেই, কারণ আজ যে চুক্তিগুলো আমরা করছি, সেগুলোই এ বিনিয়োগ বৃদ্ধিকে সহজ করবে।

ট্রাম্প এসময় সৌদি ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনি যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন— এজন্য আপনাকে ধন্যবাদ। আর যেহেতু তিনি আমার বন্ধু, তাই হয়তো এটি ১ ট্রিলিয়নেও যেতে পারে— তবে আমাকে এ বিষয়ে একটু কাজ করতে হবে।

তিনি আরও জানান, ৬০০ বিলিয়ন নিশ্চিত ধরা যাচ্ছে, তবে চূড়ান্ত অংক আরও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ এই বৈঠককে সৌদি–যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন বলে উল্লেখ করেছেন। তিনি জানান, দুই দেশ কয়েকটি বড় দ্বিপক্ষীয় চুক্তি করেছে, যা দুই দেশের বিনিয়োগ বাড়াবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় যৌথ প্রতিশ্রুতি আরও শক্তিশালী করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন