Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ১৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১১:১৬ এএম

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ১৫

ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলি ড্রোন হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

মঙ্গলবার (১৮ নভেম্বর) উপকূলীয় শহর সাইদার কাছে আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে একটি মসজিদের পার্কিং লটে থাকা গাড়িতে হামলা চালায় ইসরাইল। এতে ১৩ জন নিহত হন এবং আরও অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরাইল দাবি করেছে, শিবিরের ভেতরে হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদ্রেয়ি বলেন, “উত্তর সীমান্তে কোনও ধরনের হুমকি আমরা বরদাস্ত করবো না। লেবাননে হামাসের উপস্থিতি গড়ে তোলার চেষ্টা এবং আমাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার যেকোনো তৎপরতার বিরুদ্ধে আমরা শক্ত হাতে ব্যবস্থা নেব।”

তবে ইসরাইলের এ দাবি প্রত্যাখ্যান করেছে হামাস। তারা বলেছে, শরণার্থী শিবিরে তাদের কোনও প্রশিক্ষণ কেন্দ্র নেই। এ হামলাকে তারা “নিরীহ ফিলিস্তিনি জনগণ ও লেবাননের সার্বভৌমত্বের ওপর বর্বর আগ্রাসন” হিসেবে অভিহিত করেছে।

এর আগে একই দিনে লেবানন জানিয়েছিল, দক্ষিণাঞ্চলের অন্য এলাকায় ইসরাইল দুটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়, যাতে দুজন নিহত হন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন