ফিলিস্তিনিদের রক্ষায় মুসলিম সামরিক জোট গঠনের আহ্বান এরদোগানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ পিএম
রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ফিলিস্তিনিদের রক্ষায় মুসলিম দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের চলমান আগ্রাসন প্রতিহত করতে তিনি জরুরি ভিত্তিতে মুসলিম সামরিক জোট গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
কোকেলিতে এক অনুষ্ঠানে এরদোগান বলেন, পশ্চিমারা যেভাবে একত্রিত হয়ে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, তাতে ফিলিস্তিনিরা অসহায় হয়ে পড়েছে। তাদের বাঁচাতে আমাদেরও একসঙ্গে এগিয়ে আসতে হবে। এখনই সময় মুসলিম বিশ্বের জন্য ঐক্যবদ্ধ হওয়ার।
ডেইলি সাবাহর একটি প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির প্রতি তীব্র সমালোচনা করে এরদোগান বলেন, এটি শুধু যুদ্ধ নয়, এটি ফিলিস্তিনিদের মাতৃভূমি রক্ষার সংগ্রাম। ইসরায়েলি আগ্রাসন থামাতে হলে আমাদের নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি উল্লেখ করেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি নিহত এবং ৯৮ হাজারেরও বেশি আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এরদোগানের মতে, ইসরায়েলের বর্তমান কার্যক্রমকে থামানো না গেলে তাদের হামলার পরবর্তী লক্ষ্য হবে লেবানন ও সিরিয়া। তিনি বলেন, মুসলিম দেশগুলো যদি এখন চুপ থাকে, তবে পরবর্তীতে তারাই এই হামলার শিকার হবেন।
সম্প্রতি তুরস্কে মিশরীয় প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসির সফরের উল্লেখ করে এরদোগান আরো বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য সম্পর্ক পুনঃস্থাপন খুবই গুরুত্বপূর্ণ। এমনকি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গেও সম্পর্ক পুনরুদ্ধারের ইঙ্গিত দেন তিনি।
১৯১৮ সালে অটোমান সাম্রাজ্য পতনের পর থেকে ফিলিস্তিনি অঞ্চলগুলি ধীরে ধীরে দখল করা হয়েছে। এখনই সময়, মুসলিম দেশগুলোকে একসঙ্গে কাজ করে ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে দাঁড়ানোর। যোগ করেন এরদোগান।