বিহারে এনডিএর ভূমিধস জয়, মোদির নজর এবার পশ্চিমবঙ্গ নির্বাচন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:১০ পিএম
বিহারে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে একচ্ছত্র জয়। ফলাফলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিহারের এই বিজয়ই ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের ভিত্তি তৈরি করবে।
২৪৩ আসনের বিহার বিধানসভায় দুই দফায় ভোট অনুষ্ঠিত হয়। ৬ নভেম্বর প্রথম দফায় ১২১ আসনে ভোট পড়ে ৬৫ শতাংশের বেশি, এবং ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ১২২ আসনে ভোট পড়ে ৬৮ শতাংশের বেশি। দুই দফা মিলিয়ে গড় ভোটার উপস্থিতি ছিল প্রায় ৬৭ শতাংশ।
শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হওয়া গণনা শেষে রাতে চূড়ান্ত ফল প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে দেখা যায়, ঘোষিত ২৪২টি আসনের মধ্যে এনডিএ জোট পেয়েছে ২০২টি আসনে জয়, আর কংগ্রেস–আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধন পেয়েছে ৩৫টি আসন।
এনডিএ জোটের বৃহত্তম শরিক বিজেপি জয় পেয়েছে ৮৯টি আসনে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ পেয়েছে ৮৫টি আসন। এছাড়া চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি পেয়েছে ১৯টি এবং জিতেন রাম মাঝির আওয়াম মোর্চা পার্টি পেয়েছে ৫টি আসন।
এদিকে ভোটের আগে আলোচিত প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির ভরাডুবি ঘটেছে—একটি আসনও পায়নি দলটি। বিপরীতে ‘ডার্ক হর্স’ হিসেবে উঠে এসেছে আসাদউদ্দিন ওয়েইসির মিম, যারা অর্জন করেছে ৫টি আসন।
বিজয়ের পর বার্তায় মোদি বলেন, কিছু দল সংখ্যালঘু তোষণের রাজনীতি করলেও বিহারের নারী ও তরুণরাই এনডিএকে বিজয়ী করেছে। তিনি আরও বলেন, গঙ্গা বিহার থেকে বাংলায় প্রবাহিত হয়—বিহার পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়ের পথ তৈরি করে দিয়েছে। ২০২৬ সালে বাংলার ভাইবোনদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা জঙ্গলরাজকে উপড়ে ফেলব।
সূত্র : এনডিটিভি



