Logo
Logo
×

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় হামলার সম্ভাব্য সব পরিকল্পনা ট্রাম্পের সামনে উপস্থাপন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

ভেনেজুয়েলায় হামলার সম্ভাব্য সব পরিকল্পনা ট্রাম্পের সামনে উপস্থাপন

ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযানের হালনাগাদ পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা। গতকাল বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এসব পরিকল্পনা তুলে ধরা হয়। একাধিক অবগত সূত্র জানিয়েছে, পরিকল্পনার তালিকায় স্থলভাগে আঘাত হানার মতো বিকল্পও রয়েছে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনসহ সামরিক বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আগামী কয়েক দিনের মধ্যে ভেনেজুয়েলা–সংশ্লিষ্ট সমস্ত সামরিক বিকল্প ট্রাম্পকে বিস্তারিতভাবে ব্রিফ করবেন। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে দুটি সূত্র।

হোয়াইট হাউস ও পেন্টাগনের মুখপাত্ররা এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। সূত্রগুলো বলছে, সম্ভাব্য অভিযানের জন্য গোয়েন্দা তথ্য সরবরাহে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড বৈঠকে অনুপস্থিত ছিলেন বিদেশ সফর থেকে ফেরার পথে থাকায়। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তখন কানাডায় জি–৭ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিচ্ছিলেন।

এদিকে সপ্তাহের শুরুতেই ইউএসএস জেরাল্ড ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের আওতাধীন এলাকায় প্রবেশ করেছে। ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকায় সামরিক তৎপরতার দায়িত্বে থাকা সাউদার্ন কমান্ডের সঙ্গে ওই গ্রুপে যুক্ত হয়েছে ডেস্ট্রয়ার, যুদ্ধবিমান ও বিশেষ বাহিনীর সদস্যরাও।

গত দুই মাসে যুক্তরাষ্ট্র অন্তত ২১টি নৌযানে হামলা চালিয়েছে, যেগুলোর বিরুদ্ধে দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ ছিল। এসব অভিযানে এখন পর্যন্ত ৮০ জন সন্দেহভাজন নিহত হয়েছে। দুজন জীবিত অবস্থায় গ্রেপ্তার হয়ে ইকুয়েডর ও কলম্বিয়ায় ফেরত যান। ইকুয়েডরে ফেরত পাঠানো ব্যক্তিকে পরবর্তীতে মুক্তি দেওয়া হয়, কারণ তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি।

ইন্ডিয়ানার ফোর্ট ওয়েইনে এক প্রতিরক্ষা সম্মেলনে হেগসেথ বলেন, ট্রাম্প প্রশাসন মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তাঁর হুঁশিয়ারি বিদেশি সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য আমার পরামর্শ খুব সহজ—নৌকায় ওঠো না। যদি এমন নৌকা চালাও যা আমেরিকানদের ক্ষতি করার মতো মাদক বহন করছে, এবং আমরা জানি তুমি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বা চোরাকারবারি—আমরা তোমাকে খুঁজে বের করব এবং হত্যা করব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন