নেতানিয়াহুকে ক্ষমার আহ্বান জানালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:২৪ পিএম
ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগকে চিঠি পাঠিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে রাজনৈতিক ও অযৌক্তিক বলে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পর বুধবার ট্রাম্প এ চিঠি পাঠান। চিঠিতে তিনি দাবি করেন, নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের অভিযানে ৬৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে অন্তত ২০ হাজার শিশু। জাতিসংঘের তদন্তকারীরা এ হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন।
ট্রাম্প লিখেছেন, “নেতানিয়াহু ছিলেন এক দৃঢ় ও সিদ্ধান্তমূলক যুদ্ধকালীন প্রধানমন্ত্রী, যিনি এখন ইসরায়েলকে শান্তির পথে নিয়ে যাচ্ছেন। আমি আপনাকে আহ্বান জানাচ্ছি যেন তাকে সম্পূর্ণভাবে ক্ষমা করেন।” তিনি আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে কাজ করে আরও দেশকে আব্রাহাম চুক্তিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন।
ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো ট্রাম্পের চিঠির কপি প্রকাশ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ডানপন্থি নেতাদের প্রতি সমর্থন বাড়িয়েছেন। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলির সরকারকে ৪০ বিলিয়ন ডলারের অর্থসহায়তা দিয়েছিল।
চিঠিতে ট্রাম্প দাবি করেন, তিনি “কমপক্ষে ৩,০০০ বছরের জন্য” মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন। এর আগে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার সময়ও তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলাটি শেষ করার আহ্বান জানিয়েছিলেন।
তবে ইসরায়েলের প্রেসিডেন্ট হার্জগ জবাবে বলেন, ক্ষমা চাইলে সেটি অবশ্যই নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। টাইমস অব ইসরায়েলের বরাতে প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ট্রাম্পের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে এবং ইসরায়েলের প্রতি তার অবিচল সমর্থন ও নিরাপত্তা রক্ষায় প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তবে স্পষ্ট করা হয়, ক্ষমা চাইতে হলে আনুষ্ঠানিক আবেদন দাখিল করতে হবে।



