দিল্লির বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ভারত ভ্রমণে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০২:৩০ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চাঁদনী চক মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে কয়েকজন নিহত এবং অনেকে আহত হয়েছেন।
নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের লালকেল্লা ও চাঁদনী চক এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি বড় জনসমাগম এড়িয়ে চলা, স্থানীয় সংবাদমাধ্যমে আপডেট নজরে রাখা এবং বাজার, পরিবহন কেন্দ্রসহ জনবহুল স্থানে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগও নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিস (এফসিডিও) তাদের নাগরিকদের ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এছাড়া জম্মু ও কাশ্মিরের কয়েকটি অঞ্চল—পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর শহর ও জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক—ভ্রমণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে। কেবল বিমানে করে জম্মু শহরে যাতায়াত এবং শহরের অভ্যন্তরে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টিভি



