Logo
Logo
×

আন্তর্জাতিক

দিল্লির লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে নিহত ১৩, ভারতজুড়ে সতর্কতা জারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১১:৪৪ এএম

দিল্লির লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে নিহত ১৩, ভারতজুড়ে সতর্কতা জারি

ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন। সোমবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে চাঁদনী চক মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে এ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের পরপরই মুম্বাই, জয়পুর, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডসহ বিভিন্ন রাজ্যে উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ঘটনাস্থল ঘিরে রেখেছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ), জাতীয় নিরাপত্তা রক্ষী (এনএসজি), কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও স্থানীয় পুলিশ।

দিল্লি পুলিশের সূত্র জানায়, বিস্ফোরণটি অত্যন্ত শক্তিশালী ছিল। এতে আশপাশের আরও তিন থেকে চারটি গাড়িতে আগুন ধরে যায় এবং কমপক্ষে ২২টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কোনো তথ্য দেয়নি পুলিশ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, একটি সম্পূর্ণ বিধ্বস্ত গাড়ি, আগুনে জ্বলতে থাকা একাধিক যানবাহন এবং ছিন্নভিন্ন মরদেহ রাস্তায় পড়ে আছে। স্থানীয় লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতাল (এলএনজেপি) নিহতের সংখ্যা নিশ্চিত করেছে এবং জানিয়েছে, আহত ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রায় ২০টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণটি একটি হুন্ডাই আই২০ গাড়িতে ঘটে। আহত অটোচালক জিশান বলেন, “আমার সামনের গাড়িটি দুই ফুট দূরে ছিল। হঠাৎ বিস্ফোরিত হয়।” আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, “আমার বাড়ির বারান্দা থেকে বিশাল আগুনের গোলা দেখতে পাই। প্রচণ্ড শব্দে ভবনের জানালা কেঁপে ওঠে।”

উল্লেখ্য, লাল কেল্লা দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র, যেখানে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে।

ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার একই দিনে হরিয়ানার ফরিদাবাদে একটি ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বাড়িটি ভাড়া নিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা ডা. মুজাম্মিল শাকিল, যিনি সম্প্রতি একটি সন্ত্রাসী নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে গ্রেফতার হয়েছেন।

গত ১৫ দিন ধরে চলা যৌথ অভিযানে হরিয়ানা ও জম্মু-কাশ্মীর পুলিশ এবং গোয়েন্দা সংস্থা প্রায় ২ হাজার ৯০০ কিলোগ্রামেরও বেশি বিস্ফোরক উদ্ধার করেছে। সূত্র: এনডিটিভি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন