ট্রাম্পের ভাষণ বিকৃতির অভিযোগে বিবিসির মহাপরিচালক ও হেড অব নিউজের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:৩৪ এএম
ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে সম্প্রচার করার অভিযোগে সমালোচনার মুখে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং হেড অব নিউজ ডেবোরা টারনেস পদত্যাগ করেছেন। সোমবার (১০ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।
টিম ডেভি গত পাঁচ বছর ধরে বিবিসির শীর্ষ পদে দায়িত্ব পালন করছিলেন। সাম্প্রতিক সময়ে সংস্থাটিকে ঘিরে পক্ষপাতিত্ব ও বিতর্কের কারণে তার ওপর চাপ বাড়ছিল। দুই শীর্ষ কর্মকর্তার একসঙ্গে পদত্যাগকে নজিরবিহীন ঘটনা হিসেবে দেখছে ব্রিটিশ গণমাধ্যম।
ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথিতে জানা যায়, বিবিসির প্যানোরামা প্রোগ্রামে ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণের দুটি অংশ কেটে জোড়া লাগিয়ে এমনভাবে দেখানো হয়, যেন তিনি ক্যাপিটল হিলে সহিংসতা উসকে দিচ্ছেন। প্রকৃতপক্ষে, ওই দুটি বক্তব্যের মধ্যে ৫০ মিনিটের ব্যবধান ছিল।
এই ঘটনায় যুক্তরাজ্যের রাজনৈতিক নেতারা বিবিসিতে পরিবর্তনের আহ্বান জানান এবং ট্রাম্প পদত্যাগকে স্বাগত জানান। হোয়াইট হাউসও বিবিসিকে “একশ শতাংশ মিথ্যা সংবাদ” প্রচারের অভিযোগে সমালোচনা করে।
পদত্যাগের ঘোষণা দিয়ে টিম ডেভি বলেন, “বিবিসি নিখুঁত নয়, আমাদের স্বচ্ছতা ও দায়বদ্ধতা বজায় রাখতে হবে। সাম্প্রতিক বিতর্ক আমার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।” তিনি আরও বলেন, “বিবিসি ভালো কাজ করছে, তবে কিছু ভুল হয়েছে— যার দায় আমার।”
ডেবোরা টারনেস বলেন, “প্যানোরামা বিতর্ক বিবিসির ক্ষতি করছে। পাবলিক লাইফের নেতাদের জবাবদিহি থাকতে হয়, তাই আমি পদত্যাগ করছি।”
দ্য টেলিগ্রাফের অভ্যন্তরীণ নোটে আরও অভিযোগ করা হয়, বিবিসির আরবিক বিভাগে ইসরায়েল-গাজা যুদ্ধের কাভারেজে পক্ষপাতিত্ব রয়েছে এবং ট্রান্সজেন্ডার ইস্যুতে সংস্থার রিপোর্টিংও একপেশে। এসব বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন সম্পাদকীয় মানদণ্ড কমিটির সাবেক উপদেষ্টা মাইকেল প্রেসকট।



