ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানের নীল মসজিদটি ক্ষতিগ্রস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০১:৪০ পিএম
ছবি : সংগৃহীত
আফগানিস্তানের মাজার-ই-শরীফে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক নীল মসজিদ। সোমবার রাত ১টার দিকে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে অঞ্চলটি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দেশটির অন্যতম সুন্দর এই মসজিদটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মসজিদটি নিয়ে স্থানীয়দের দাবি, এখানে খলিফা হযরত আলী (রাঃ)-এর কবর রয়েছে। যদিও ঐতিহাসিক দলিল অনুযায়ী, তাকে ইরাকের নাজাফে কবরস্থ করা হয়েছিল। আফগানদের বিশ্বাস, শত্রুর হাত থেকে রক্ষা করতে মরদেহ গোপনে খোরাসানে এনে সমাহিত করা হয়, যদিও এর পক্ষে শক্ত প্রমাণ নেই।
ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে এক শিশু কন্যাকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে সে মারাত্মকভাবে আহত।
মাজার-ই-শরীফের বাসিন্দা রাহিমা সিএনএনকে বলেন, “ভূমিকম্পের পর আমার পরিবার আতঙ্কে ঘুম থেকে উঠে যায়। আমার মেয়ে চিৎকার করতে করতে নিচে নামে। জীবনে এত শক্তিশালী ভূমিকম্প কখনো অনুভব করিনি। আমাদের বাড়ি কংক্রিটের হওয়ায় ক্ষতি হয়নি, কিন্তু যাদের বাড়ি মাটির, তারা নিরাপদ কিনা জানি না।”
বর্তমানে অঞ্চলটিতে উদ্ধারকাজ ও সহায়তা কার্যক্রম জোরদার করা হয়েছে।



