Logo
Logo
×

আন্তর্জাতিক

গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে রাশিয়া ও চীন: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১১:৩২ এএম

গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে রাশিয়া ও চীন: ট্রাম্প

রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও দেশ দুটি এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলছে না।

সিএবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের হাতে এমন পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র মজুদ আছে, যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করা সম্ভব। সোমবার (৩ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। রাশিয়া ও চীনও একই কাজ করছে, তবে তারা বিষয়টি গোপন রাখছে। সিএবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ উপস্থাপিকা নোরা ও’ডনেল যখন বলেন, বর্তমানে কেবল উত্তর কোরিয়াই পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে, তখনই ট্রাম্প পাল্টা মন্তব্য করে এই দাবি করেন।

সম্প্রতি ট্রাম্প ৩০ বছরের বেশি সময় পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, “অন্য দেশগুলো পরীক্ষা চালাচ্ছে, কিন্তু আমরাই একমাত্র যারা তা করছি না। আমি চাই না যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হোক যারা পরীক্ষা চালায় না।”

ট্রাম্প আরও যুক্তি দেন, “পারমাণবিক অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করা বাস্তবসম্মত নয়। আপনি অস্ত্র বানালেন, কিন্তু পরীক্ষা করলেন না— তাহলে জানবেন কীভাবে এটা কাজ করছে?”

যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা নিয়েও গর্ব প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, “আমাদের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে, যা আর কোনো দেশের নেই। রাশিয়া দ্বিতীয় স্থানে, আর চীন এখনো অনেক পিছিয়ে, তবে পাঁচ বছরের মধ্যে তারা সমান পর্যায়ে পৌঁছে যাবে।”

তিনি যোগ করেন, “আমাদের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে যা পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো। রাশিয়ারও অনেক আছে, আর চীনও দ্রুত এগোচ্ছে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন