Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, আউন্সপ্রতি ৪ হাজার ডলার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১০:১৬ পিএম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, আউন্সপ্রতি ৪ হাজার ডলার

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, আউন্সপ্রতি মূল্য নেমে এসেছে ৪ হাজার ডলারের কাছাকাছি। শুক্রবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে দাঁড়ায় ৪,০০৯.২৪ ডলার প্রতি আউন্সে। তবে মাসজুড়ে দাম বেড়েছে প্রায় ৪ শতাংশ, ফলে টানা তৃতীয় মাসেও স্বর্ণ লাভের ধারায় রয়েছে।

যুক্তরাষ্ট্রে ডিসেম্বরে সুদের হার কমানো নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় ডলারের মান তিন মাসের সর্বোচ্চে পৌঁছেছে, যা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করেছে। বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা জানান, ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের কঠোর মন্তব্যের পর ডলার শক্তিশালী হয়েছে, ফলে স্বর্ণের চাহিদা কিছুটা কমেছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৩.৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে নির্ধারণ করেছে। তবে ডিসেম্বর মাসে আরও হার কমানোর বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছায়নি কর্মকর্তারা। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনা ৬৭ শতাংশে নেমে এসেছে, যা এক সপ্তাহ আগে ছিল ৯১ শতাংশের বেশি।

এদিকে, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনায় অগ্রগতির কারণে স্বর্ণের নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা কিছুটা হ্রাস পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের ওপর শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে, বিনিময়ে চীন অবৈধ ফেন্টানিল দমন, সয়াবিন আমদানি পুনরায় শুরু এবং বিরল ধাতুর রপ্তানি অব্যাহত রাখবে।

তবে বিশ্লেষকদের মতে, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র-চীনের টানাপোড়েনের কারণে দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজারে ইতিবাচক প্রবণতা বজায় থাকতে পারে।

অন্যদিকে, স্পট সিলভারের দাম ০.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯.০২ ডলার, প্লাটিনামের দাম ০.৯ শতাংশ কমে ১,৫৯৬.৬০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.১ শতাংশ বেড়ে ১,৪৬০.৯৫ ডলারে লেনদেন হয়েছে।

বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২,০০,২৯৬ টাকা, ২১ ক্যারেট ১,৯০,৯৯৮ টাকা, ১৮ ক্যারেট ১,৬৩,৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১,৩৬,০১৪ টাকা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন