Logo
Logo
×

আন্তর্জাতিক

এক সপ্তাহে ইউক্রেনের ১০টি নতুন এলাকা দখল রুশ বাহিনীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১০:৪৩ এএম

এক সপ্তাহে ইউক্রেনের ১০টি নতুন এলাকা দখল রুশ বাহিনীর

মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইউক্রেনের নতুন ১০টি লোকালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে সেখানে অভিযানরত রুশ বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ১৭ থেকে ২৪ অক্টোবরের মধ্যে রুশ সেনারা ইউক্রেনের দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ ও জাপোরিজ্জিয়া প্রদেশের এসব লোকালয় দখল করে। একই সময়ে ইউক্রেনীয় বাহিনীর ২২টি অস্ত্র ও সামরিক সরঞ্জামের ডিপোও ধ্বংস করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত সপ্তাহে ইউক্রেনীয় বাহিনী একাধিকবার বিমান হামলার চেষ্টা করলেও প্রতিবারই তা প্রতিহত করা হয়েছে। এই সময়ের মধ্যে ইউক্রেন খুইয়েছে একটি এসইউ-২৭ যুদ্ধবিমান, চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ১৮টি গাইডেড এভিয়েশন বোমা, ১৫টি হিমার্স রকেট এবং ১ হাজার ৪৪১টি ড্রোন।

তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য জানায়নি ইউক্রেন।

উল্লেখ্য, কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ন্যাটোতে যোগদানের উদ্যোগকে কেন্দ্র করে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেই অভিযান এখনও চলছে। গত তিন বছরে রুশ বাহিনী দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশের দখল নিয়েছে—যা ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ১০ শতাংশের সমান।

রুশ দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধারে মরিয়া চেষ্টা চালাচ্ছে ইউক্রেন, তবে দুই দেশের সংঘাতের কোনো সমাধান এখনও দৃশ্যমান নয়।

সূত্র : আনাদোলু এজেন্সি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন