পশ্চিম তীর দখলের বিল ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় হুমকি : রুবিও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১০:৫৪ এএম
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের পশ্চিম তীরের জুদেয়া ও সামারিয়া অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাস হওয়া বিলকে ‘গাজা শান্তি পরিকল্পনার জন্য হুমকি’ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও।
বুধবার (২২ অক্টোবর) ওয়াশিংটন থেকে ইসরায়েলের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে রুবিও বলেন, “নেসেটে বিলটি পাস হয়েছে, তবে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন—আমাদের পক্ষ থেকে এই বিলের কোনো সমর্থন নেই। কারণ এটি গাজা শান্তি পরিকল্পনার বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে।”
তিনি আরও বলেন, “বিলটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় পাস হয়েছে—এ নিয়ে সন্দেহ নেই। কিন্তু এই মুহূর্তে এমন সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়তে পারে।”
উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে জুদেয়া ও সামারিয়া অঞ্চল দখল করে ইসরায়েল। এরপর থেকে অঞ্চল দুটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১২০ আসনের নেসেটে বিলটির পক্ষে ভোট পড়ে ২৫টি, বিপক্ষে ২৪টি এবং ৫১ জন ভোট দেওয়া থেকে বিরত থাকেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করলেও জোট সরকারের কয়েকজন শরিক সদস্য পক্ষে ভোট দেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি শান্তি পরিকল্পনা উত্থাপন করেন। ইসরায়েল ও হামাস উভয় পক্ষ সে পরিকল্পনায় সম্মতি দিলে ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। এরপর থেকে অঞ্চলটিতে বড় ধরনের কোনো সংঘাতের ঘটনা ঘটেনি।
যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইসরায়েলের এই নতুন পদক্ষেপ গাজা শান্তি উদ্যোগকে বিপর্যস্ত করতে পারে।



